রাজশাহীতে ৬ কেজি হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী তারেক গ্রেফতার

টুইট ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ীতে সাড়ে ৬ কেজি হেরোইন ও নগদ ১৩ লক্ষ টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মো. তারেক হোসেনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মঙ্গলবার সকালে সেনাবাহিনীর সহায়তায় তিরিন্দা ভাজানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিএনসির কর্মকর্তারা জানান, গম ও ভুট্টার বস্তার আড়ালে লুকানো ছিল ৮টি প্যাকেটে ৪ কেজি ও ২৫টি প্যাকেটে ২.৫ কেজি হেরোইন। উদ্ধার হয় মাদক বিক্রির টাকা, মোবাইল ও সিল মেশিনও।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক জানান, তারেক হেরোইন চোরাচালানের গডফাদার এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। জব্দকৃত হেরোইনের বাজারমূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা। অভিযানে সহায়তার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানানো হয়।