৯ম ঢাকা ব্যাংক বিজয় দিবস কাপ গল্ফ টূর্নামেন্ট ২০২৩ উদ্বোধন

টুইট ডেস্ক : শুক্রবার (০৮ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসস্থ আর্মি গল্ফ ক্লাবে শুরু হয়েছে ৪ দিন ব্যাপি ‘৯ম ঢাকা ব্যাংক বিজয় দিবস কাপ গল্ফ টূর্নামেন্ট – ২০২৩’ । এ টূর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেজর জেনারেল মোঃ মঈন খান, এনডিসি, পিএসসি ।

উদ্বোধনী অনুষ্ঠানে এমরানুল হক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা ব্যাংক ব্রিগেডিয়ার জেনারেল শাহ-নুর জিলানী, বিএসপি, এনডিসি, পিএসসি (অবঃ) চেয়ারম্যান টুর্ণামেন্ট কমিটি, আর্মি গল্ফ ক্লাব, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, পিবিজিএম, এনডিসি, (অবঃ) প্রধান নির্বাহী অফিসার, আর্মি গল্ফ ক্লাব লেঃ কর্নেল ইমতিয়াজ মাহমুদ, বিএসপি, এএফডবিউসি, পিএসসি , সদস্য-সচিব, আর্মি গল্ফ ক্লাব, লেঃ কর্নেল মোঃ গোলাম মন্জুর সিদ্দিকী (অবঃ) পরিচালক (স্পোর্টস এন্ড ফ্যাসিলিটিস), আর্মি গল্ফ ক্লাব, কার্যনির্বাহী কমিটির সদস্যগণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

অ্যামেচার গল্ফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরিতে টূর্ণামেন্টটি অনুষ্ঠিত হয়। বিভাগগুলো হলো- সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। টূর্ণামেন্টে আনুমানিক ৭৮০ জন গল্ফার অংশগ্রহন করবেন বলে আর্মি গল্ফ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়। এর মধ্যে বিদেশী খেলোয়াড়ও অংশগ্রহণ করেছেন।

শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা নয়টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এ টূর্ণামেন্টের সমাপ্তি করা হবে।