বেসামরিক অবকাঠামোতে হা(মলা) বন্ধে রাশিয়ার কাছে প্রস্তাব জেলেনস্কির
টুইট ডেস্ক: টানা তিন বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। দীর্ঘ এই সময়ে রুশ আগ্রাসন ও ইউক্রেনের পাল্টা হামলায় হয়েছে হাজারও মানুষের প্রাণহানি। হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সামরিক ও বেসামরিক সকল অবকাঠামো।
এমন অবস্থায় রাশিয়ার কাছে বেসামরিক অবকাঠামোতে ৩০ দিনের জন্য হামলা বন্ধের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষ্যে রাশিয়ার ঘোষণা করা যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়েও কথা বলেছেন তিনি।
সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি বলছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার রাশিয়াকে অন্তত ৩০ দিনের জন্য বেসামরিক অবকাঠামোতে হামলা বন্ধের প্রস্তাব দিয়েছেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “ইউক্রেন প্রস্তাব করছে যেন অন্তত ৩০ দিনের জন্য দীর্ঘ পাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বেসামরিক স্থাপনায় কোনও হামলা না করা হয়। প্রয়োজনে এই সময়সীমা বাড়ানো যেতে পারে।”
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত শনিবার একতরফা ইস্টার যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর জেলেনস্কির পক্ষ থেকে এই প্রস্তাব আসলো। পুতিনের ঘোষিত ৩০ ঘণ্টার এই যুদ্ধবিরতি গত শনিবার সন্ধ্যা ৬টা (মস্কো সময়) থেকে শুরু হয়ে চলবে সোমবার মধ্যরাত পর্যন্ত।
জেলেনস্কি বলেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতির সিদ্ধান্তকে প্রতিফলিত করছে এবং যদি পুরোপুরি যুদ্ধবিরতি কার্যকর হয়, তাহলে সেই বিরতি আরও বাড়ানোর পক্ষেও কিয়েভ প্রস্তুত।
তবে দুই পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি ভাঙার অভিযোগ করেছে। রোববার এক ভিডিও বার্তায় জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া ইতোমধ্যে ২ হাজারেরও বেশি বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
তিনি বলেন, “প্রায় সব বড়ো ফ্রন্টলাইনে রাশিয়া নিজের দেওয়া যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে। এমনকি এক দিন সময়ও যথেষ্ট ছিল না, আমাদের ৩০ দিনের পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া কোনও সাড়া দেয়নি।”
জেলেনস্কি আরও বলেন, “রাশিয়া যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে প্রমাণ হবে যে তারা শুধু ধ্বংস, প্রাণহানি ও যুদ্ধ দীর্ঘায়িত করতেই আগ্রহী।”