ইনস্টাগ্রামে রিলস শেয়ার করার নতুন মজার ফিচার ‘ব্লেন্ড’

টুইট ডেস্ক: ইনস্টাগ্রাম ব্যবহার এখন আরও উপভোগ্য হচ্ছে। বন্ধুদের সঙ্গে রিলস শেয়ার করার অভিজ্ঞতা আরও মজাদার করতে ‘ব্লেন্ড’ নামের একটি নতুন ফিচার চালু করেছে মেটা।

এই ফিচারের মাধ্যমে দুজন বন্ধু বা একটি গ্রুপ নিজেদের মতো করে একটি ব্যক্তিগত রিলস ফিড তৈরি করতে পারবেন, যা অন্য কেউ দেখতে পারবে না। ইনস্টাগ্রাম বলছে, এই ফিচারটি মূলত বন্ধুদের মধ্যে ইনস্টাগ্রাম ব্যবহারে আরও আনন্দ যোগ করতে আনা হয়েছে।

কীভাবে ব্যবহার করবেন ‘ব্লেন্ড’:

১.প্রথমে একটি প্রাইভেট চ্যাট বা গ্রুপ চ্যাট খুলুন।

২.চ্যাটের উপরে থাকা নতুন ‘ব্লেন্ড’ আইকনে ট্যাপ করুন।

৩.এরপর ‘ইনভাইট’ অপশনে ক্লিক করে বন্ধুকে যুক্ত করুন।

৪.বন্ধু ইনভাইট গ্রহণ করলেই ব্লেন্ড চালু হয়ে যাবে।

চালু হওয়ার পর প্রতিদিন দুই বন্ধুর পছন্দ ও আগ্রহ অনুযায়ী নতুন রিলস সাজেস্ট করবে ইনস্টাগ্রাম। কেউ রিলে রিঅ্যাক্ট বা কমেন্ট করলে ইনভাইট দেওয়া সদস্য নোটিফিকেশন পাবেন।

যদি কেউ ব্লেন্ড থেকে নিজেকে সরিয়ে নেন বা ফিচারটি বন্ধ করেন, তাহলে স্বাভাবিকভাবেই সেই ব্যক্তিকে ফিড থেকে আলাদা করে দেওয়া হবে।

ইনস্টাগ্রাম জানিয়েছে, প্রায় এক বছর ধরে গবেষণা ও পরীক্ষার পর এই ফিচারটি চালু করা হয়েছে। এর মাধ্যমে রিলস শেয়ারের অভিজ্ঞতা হবে আরও ব্যক্তিগত, মজাদার এবং ইন্টারেক্টিভ।