রাজশাহী কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পুনর্মিলনী: রেজিস্ট্রেশন প্রক্রিয়া শীঘ্রই
“একই সুতোয় বন্ধনে, রাষ্ট্রবিজ্ঞান মিলিত হবে প্রিয় প্রাঙ্গণে”
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত পুনর্মিলনী—১ম আলমনাই ২০২৫ শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রাজশাহী কলেজের প্রাণকেন্দ্রে এই মিলনমেলা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীদের হৃদয়ের টান, স্মৃতির বাঁক এবং বন্ধনের দৃঢ় প্রকাশ।
আয়োজকরা জানিয়েছেন, পুনর্মিলনীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে –
“একই সুতোয় বন্ধনে, রাষ্ট্রবিজ্ঞান মিলিত হবে প্রিয় প্রাঙ্গণে”।
এই স্লোগানের মধ্য দিয়েই ফুটে উঠেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বন্ধন, ঐক্য এবং স্মৃতির আবেগ।
অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছে রাজশাহী কলেজ ডিপার্টমেন্ট অব পলিটিক্যাল সায়েন্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
রেজিস্ট্রেশনের বিস্তারিত তথ্য খুব শিগগিরই ফেসবুক পেজে প্রকাশিত হবে। ইতিমধ্যে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা যাচ্ছে।
রেজিস্ট্রেশন সংক্রান্ত যোগাযোগের জন্য অংশগ্রহণকারীদের নাম, ব্যাচ ও মোবাইল নম্বরসহ তথ্য পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ করুন নিচের লিংকে:
https://www.facebook.com/groups/rcdpsaa/?ref=share&mibextid=NSMWBT
অথবা tweetnews24.com কমেন্টে আপনার শিক্ষাবর্ষ লিখুন। সকল তথ্য পৌছে দেওয়া হবে আয়োজকবৃন্দের কাছে।
আয়োজকবৃন্দ আশা করছেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তনরা এ অনুষ্ঠানে অংশ নিয়ে পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করবেন, পাশাপাশি নতুন করে একে অপরের সঙ্গে বন্ধনের সুতোয় জড়াবেন।