মেয়ের গোপন কথা ফাঁস করলেন কাজল
টুইট ডেস্ক: বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অজয় দেবগন এবং কাজলের একমাত্র মেয়ে নাইসা দেবগন। যদিও তিনি এখনও চলচ্চিত্রের দুনিয়ায় পা রাখেননি, তবে ব্যক্তিগত জীবন উপভোগ করতেই ব্যস্ত আছেন।
মাঝেমধ্যেই নাইসাকে তার বন্ধুদের সঙ্গে মুম্বাইয়ের রেস্তোরাঁ কিংবা ডিনার পার্টি থেকে বের হতে দেখা যায়, আর এসব মুহূর্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেই আলোচনা-সমালোচনা শুরু হয়।
তবে কাজল তার কন্যা সম্পর্কে জানান, মেয়েটি কখনোই তার বাবা অজয়কে প্রেমের বিষয়ে কিছু বলবে না, কারণ প্রেমের কথা শুনলে অজয় “বন্দুক তুলে” সোজা ছেলেটির খোঁজ নিতে পারেন। কাজল বলেন, “মেয়েটি কখনোই বাবার কাছে প্রেমিক বা প্রেম নিয়ে কথা বলবে না, কারণ এমন কিছু শুনলে অজয় সম্ভবত বলবে, ‘ছেলেটা কোথায়? এখনই তাকে সামনে আনা হোক।’”
তবে পুত্র যুগ অজয়ের সঙ্গে আরো স্বচ্ছন্দ। এক সাক্ষাৎকারে অজয় নিজেই জানিয়েছেন, তার ছেলে প্রেম সংক্রান্ত বিষয়গুলো তার সঙ্গেই শেয়ার করে।