দিল্লিতে চারতলা ভবন ধসে নি(হত) ৪
টুইট ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির মুস্তাফাবাদ এলাকায় টানা বৃষ্টির কারণে ধসে পড়েছে একটি চারতলা ভবন। শনিবার ভোররাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন আরও অনেকে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), দিল্লি পুলিশ ও ফায়ার সার্ভিসের দল। চলছে উদ্ধার তৎপরতা।
দিল্লির উত্তর-পূর্ব জেলার অতিরিক্ত ডিসিপি সন্দীপ লাম্বা জানান, এখন পর্যন্ত ১৪ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, “ভোর ৩টার দিকে ভবনটি ধসে পড়ে। ধারণা করা হচ্ছে, এখনো ৮-১০ জন আটকে আছেন।”
এদিকে, ডিভিশনাল ফায়ার অফিসার রাজেন্দ্র আটওয়াল জানান, রাত ২টা ৫০ মিনিটে তারা দুর্ঘটনার খবর পান। এরপরই উদ্ধার তৎপরতা শুরু করা হয়।
সংবাদ সংস্থা এএনআই এক সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে, যেখানে ভবন ধসের ভয়াবহ মুহূর্তটি ধরা পড়েছে।
উল্লেখ্য, ১৭ এপ্রিল থেকে দিল্লিতে টানা বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এর আগে একটি ধূলিঝড়ের সময় মধু বিহার থানার কাছে নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে একজন নিহত হন।