‘জাট’ সিনেমার বিরুদ্ধে থানায় অভিযোগ

টুইট ডেস্ক: সানি দেওল ও রণদীপ হুদা অভিনীত সিনেমার বিরুদ্ধে খ্রিস্টান ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ

বলিউডের আলোচিত সিনেমা ‘জাট’ মুক্তির পর থেকেই বিতর্কের শীর্ষে। সানি দেওল এবং রণদীপ হুদা অভিনীত এই সিনেমার বিরুদ্ধে খ্রিস্টান ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ উঠেছে। সিনেমার একটি দৃশ্য খ্রিস্টান ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করেছে বলে দাবি করছে খ্রিস্টান সম্প্রদায়ের একাংশ।

এবার বিষয়টি আইনি পথে গড়িয়েছে। পাঞ্জাব পুলিশ বৃহস্পতিবার রাতে সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট পাঁচ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সানি দেওল, রণদীপ হুদা, পরিচালক গোপীচাঁদ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সানি দেওল, রণদীপ হুদা, অভিনেতা বিনীত কুমার, পরিচালক গোপীচাঁদ এবং প্রযোজক নবীন মালিনেনির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৯ ধারায় এফআইআর রুজু করা হয়েছে। এই ধারার অধীনে ধর্মীয় অনুভূতিতে আঘাত বা অবমাননা করার অভিযোগকে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।

খ্রিস্টান সম্প্রদায়ের অভিযোগ, সিনেমার একটি দৃশ্যে রণদীপ হুদাকে গির্জার ভিতরে যিশু খ্রিস্টের মতো দাঁড়িয়ে থাকতে দেখানো হয়েছে এবং তার পরেই গুলি চালানোর ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এই দৃশ্যে খ্রিস্টান ধর্মীয় প্রথাকে অপমানিত করা হয়েছে। এছাড়া, ‘আমেন’ শব্দের উচ্চারণ নিয়েও তীব্র সমালোচনা উঠেছে, যা ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে দাবি করা হচ্ছে।

পুলিশ বিষয়টি তদন্ত করতে দুই দিনের সময় নিয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে শহর থানায় মামলা দায়ের করা হয়েছে, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরবর্তী পদক্ষেপ নেবে।