সেমিতে ইন্টার মিলান, ড্র করেই হতাশায় বায়ার্ন

টুইট ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে সান সিরোতে ২-২ গোলের ড্র করার পরও বায়ার্ন মিউনিখের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন ভেঙে গেছে। আগের চার দেখায় ঘরের মাঠে কখনই বায়ার্নকে হারাতে পারেনি ইন্টার মিলান, তবে এই ম্যাচে ২-২ ড্র করেও অ্যাগ্রিগেটে ৪-৩ গোলে এগিয়ে থেকে সেমিফাইনালে চলে গেছে ইতালিয়ান ক্লাবটি। বায়ার্নকে হতাশা নিয়ে ফিরতে হচ্ছে নিজেদের মাঠে।

ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। তবে দ্বিতীয়ার্ধে ২৪ মিনিটের মধ্যে চারটি গোল হয়। বায়ার্নের জন্য শুরুটা ছিল ভালো, ৫০ মিনিটে ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন গোল করেন, যখন লেয়ন গোরেৎজকা তার কাছ থেকে পাস পেয়ে বক্সে বল দেন। কেইন সেই বলটি নিচু শটে দূরের পোস্টে পাঠিয়ে স্কোর করেন।

এরপর ইন্টার মিলান উল্টো জয়ী হয়ে ওঠে। ৫৮ মিনিটে আর্জেন্টাইন অধিনায়ক লাউতারো মার্তিনেজ অ্যাগ্রিগেটে ইন্টারকে আবার এগিয়ে দেন, তার হেড করা বল বায়ার্নের ডিফেন্ডারের পায়ে বাধা পেলেও, ফিরতি বলে জোরাল শটে জাল খুঁজে পান তিনি। এই গোলের মাধ্যমে মার্তিনেজ চ্যাম্পিয়ন্স লিগে টানা পাঁচ ম্যাচে গোল করার কীর্তি গড়েন।

এরপর ৬১ মিনিটে বায়ার্নের সাবেক ডিফেন্ডার বেঞ্জামিন পাভার ইন্টারের হয়ে আরেকটি গোল করেন, যা বায়ার্নের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়ায়। তবে ৭৬ মিনিটে ইংলিশ ডিফেন্ডার এরিক ডায়ার বায়ার্নের হয়ে সমতা ফিরিয়ে আনে। কিন্তু শেষ পর্যন্ত ২-২ ড্র-এর পর ইন্টার মিলানই সেমিফাইনালে উঠে যায়।

এখন ইন্টার মিলানের সামনে অপেক্ষা করছে স্পেনের বার্সেলোনা, যেখানে ২০১০ সালের সেমিফাইনালেও এই দুই দলের লড়াই হয়েছিল। সেবার ৩-২ অ্যাগ্রিগেটে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে গিয়েছিল ইন্টার।