গাজা দখল নিয়ে ইসরায়েলকে জার্মানির কড়া সতর্কবার্তা
টুইট ডেস্ক: গাজার স্থায়ী দখল নিয়ে ইসরায়েলের পরিকল্পনার কড়া সমালোচনা করেছে জার্মানি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “গাজা ফিলিস্তিনিদের অঞ্চল” এবং এই ভূখণ্ডে ইসরায়েলের স্থায়ী উপস্থিতি গ্রহণযোগ্য নয়।
বুধবার (১৬ এপ্রিল) বার্লিনে এক প্রেস ব্রিফিংয়ে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিশ্চিয়ান ওয়াগনার বলেন, “জার্মান সরকার গাজার স্থায়ী দখল ও ফিলিস্তিনিদের জোরপূর্বক বিতাড়নের পরিকল্পনা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে।”
এই প্রতিক্রিয়া এসেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের ঘোষণার পর, যেখানে তিনি জানান, গাজার তথাকথিত “নিরাপত্তা অঞ্চলে” ইসরায়েলি সেনারা অনির্দিষ্টকাল অবস্থান করবে। তিনি আরও বলেন, গাজার উত্তরাংশে বাফার জোন সম্প্রসারণ করা হয়েছে এবং সেনারা এবার আর পূর্বের মতো দখলকৃত এলাকা ত্যাগ করবে না।
কাটজের ভাষ্য অনুযায়ী, এটি হামাসের ওপর চাপ প্রয়োগের কৌশলের অংশ—যাতে তারা বন্দি বিনিময় চুক্তি মেনে নিতে বাধ্য হয়। ইসরায়েলি বাহিনী বর্তমানে রাফাহ, খান ইউনুস, বেইত লাহিয়া ও জাবালিয়ার মতো এলাকায় জোরপূর্বক ফিলিস্তিনিদের উচ্ছেদ করছে।
উল্লেখ্য, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় ৫১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এই ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগেও মামলার মুখোমুখি হয়েছে ইসরায়েল।