ডেঙ্গু প্রতিরোধে নতুন টিকা, আসছে ২০২৬ সালে

টুইট ডেস্ক: ডেঙ্গু মোকাবেলায় নতুন আশার আলো দেখাচ্ছে ভারত। আগামী বছর অর্থাৎ ২০২6 সালের মাঝামাঝিতে বাজারে আসতে পারে দেশের প্রথম দেশীয়ভাবে তৈরি ডেঙ্গু ভ্যাকসিন। এই টিকা যৌথভাবে তৈরি করছে প্যানাসিয়া বায়োটেক এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।

গত ১৬ এপ্রিল কলকাতায় এই তথ্য জানান আইসিএমআর-এর সাবেক মহাপরিচালক এবং বর্তমানে এইমস (AIIMS)-এর কার্ডিওলজির অধ্যাপক বলরাম ভার্গব।

তিনি জানান, টেট্রাভ্যালেন্ট এই ভ্যাকসিনটি ডেঙ্গুর চারটি স্ট্রেন—ডেন-১, ডেন-২, ডেন-৩ ও ডেন-৪—থেকে শরীরকে সুরক্ষা দিতে সক্ষম। প্রথম ও দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে ইতিবাচক ফল মিলেছে, আর তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে শেষ ধাপে।

এই ট্রায়ালে ভারতের ১৮টি রাজ্যের ১৯টি শহরে মোট ১০,৩৩৫ জন প্রাপ্তবয়স্ক অংশগ্রহণ করেছেন। যদিও নির্দিষ্ট তারিখ ঘোষণা না করা হলেও, আইসিএমআর সূত্রে জানা গেছে—২০২৬ সালের মাঝামাঝিতেই ভ্যাকসিনটি বাজারে পাওয়া যেতে পারে।

ভারতে প্রতি বছর বর্ষা মৌসুমে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, গুজরাটসহ একাধিক রাজ্যে ডেঙ্গু ব্যাপক হারে ছড়িয়ে পড়ে। এই ভ্যাকসিন ব্যাপক হারে প্রয়োগ করা গেলে, মশাবাহিত এই ভয়াবহ রোগের সংক্রমণ অনেকটাই কমে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।