টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় ড. মুহাম্মদ ইউনূস
টুইট নিউজ ডেস্ক: ২০২৫ সালের জন্য বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এ তালিকা প্রকাশ করে।
এ তালিকায় ড. ইউনূস ছাড়াও রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসিস, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইসহ বিভিন্ন খাতের প্রভাবশালী ব্যক্তিত্বরা।
ড. ইউনূসকে নিয়ে টাইমে প্রকাশিত মুখবন্ধটি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি লেখেন, “শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি শুধু অর্থনীতিবিদ নন, এক মানবিক ও ন্যায়ের জন্য সংগ্রামী নেতা।”
হিলারি আরও লিখেছেন, “অনেক বছর আগে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়নের সুযোগ করে দিয়েছিলেন ইউনূস। এর ফলে ৯৭ শতাংশ নারী উপকৃত হয়েছেন, যারা নিজের পায়ে দাঁড়িয়েছেন, পরিবার চালিয়েছেন এবং নিজেদের মর্যাদা প্রতিষ্ঠা করেছেন।”
তিনি স্মৃতিচারণ করে বলেন, “আমার সঙ্গে ইউনূসের প্রথম সাক্ষাৎ আরকানসাসে, যখন বিল ক্লিনটন ছিলেন গভর্নর। তখন থেকেই তার ক্ষুদ্রঋণ মডেল যুক্তরাষ্ট্রে চালুর চিন্তা করি আমরা। পরে আমি বিশ্বের নানা প্রান্তে তার উদ্যোগের বাস্তব প্রভাব দেখেছি।”
“আজ তিনি আবার মাতৃভূমির ডাকে সাড়া দিয়ে নেতৃত্ব দিচ্ছেন এক পরিবর্তনের সময়ে,” বলেন হিলারি। “নিপীড়নের ছায়া থেকে দেশকে মুক্ত করে তিনি মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহিতা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের নেতৃত্ব দিচ্ছেন।”
উল্লেখ্য, গত জুলাই-আগস্টে বাংলাদেশে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ড. ইউনূস। টাইমের তালিকায় তার নাম আসার পর থেকেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
টাইমের তালিকায় আরও রয়েছেন- ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, পডকাস্ট হোস্ট জো রোগান, গায়ক এড শিরান, অভিনেত্রী স্কারলেট জোহানসন, ডেমি মুর, ক্রিস্টেন বেল এবং টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস।