প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল

টুইট ডেস্ক : জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার মাঝে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। নির্বাচন সংক্রান্ত রোডম্যাপ, প্রশাসনিক ভারসাম্যসহ নানা ইস্যুতে এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সালাহউদ্দিন আহমেদ এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৈঠকের মূল উদ্দেশ্য ছিল নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া। বিএনপি সূত্রে জানা গেছে, বৈঠকে দলটির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে—নির্বাচন কবে হবে, রোডম্যাপ কবে নাগরিকদের সামনে উপস্থাপন করা হবে এবং নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

বিএনপির শীর্ষ নেতাদের মতে, বর্তমান প্রশাসনে এখনো আগের সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা প্রভাব বিস্তার করে আছেন। পক্ষপাতমূলক আচরণ ও দীর্ঘদিন ধরে অবহেলিত কর্মকর্তাদের পুনর্বহালের অনিয়মের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা যায়।

বৈঠকে উপদেষ্টার বক্তব্যে যদি বিএনপি সন্তুষ্ট না হয়, তাহলে তারা আবারও যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে মাঠে সক্রিয় হওয়ার পরিকল্পনা করতে পারে। এ বিষয়েও মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে প্রাথমিক আলোচনা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক শুধু বিএনপির অবস্থান নয়, সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়া ও রাজনৈতিক সমঝোতার জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে।