ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনায় বাইডেন: ‘সব কিছু ধ্বংস করছে তারা’

টুইট ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তার ভাষায়, “ট্রাম্প সরকার সব কিছু ধ্বংস করে দিচ্ছে।”

চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ট্রাম্প। এরপর থেকেই বিভিন্ন নীতি ও সিদ্ধান্ত নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। বিশেষ করে শুল্ক আরোপ, সামাজিক নিরাপত্তা, অভিবাসন এবং স্বাস্থ্য খাতে নেওয়া পদক্ষেপগুলো নিয়ে উঠেছে প্রশ্ন।

বুধবার (১৬ এপ্রিল) শিকাগোতে একটি সম্মেলনে অংশ নিয়ে বাইডেন বলেন, “মাত্র ১০০ দিনের মধ্যে ট্রাম্প প্রশাসন যেভাবে দেশ পরিচালনা করছে, তাতে ক্ষতি ছাড়া কিছুই চোখে পড়ছে না। একটি বিভক্ত, শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি হয়েছে আমেরিকায়।”

বাইডেন আরও বলেন, “আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত। কিন্তু এমন বিভক্ত আমেরিকা আমি আগে কখনো দেখিনি। আমরা এভাবে চলতে পারি না।”

তবে বাইডেনের এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক প্রতিক্রিয়ায় বলেন, “বাইডেন হয়তো ঘুমাতে যাওয়ার আগেই এসব বলেছেন।” পাশাপাশি তার বক্তব্যকে “মিথ্যা ও বিভ্রান্তিকর” বলেও দাবি করে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন।