গায়ের রং নিয়ে শিঞ্জিনী চক্রবর্তী: ‘ভালো অভিনেত্রী হতে চাই’
টুইট ডেস্ক : বিভিন্ন সময়ে তারকাদের গায়ের রং নিয়ে নেতিবাচক মন্তব্যের শিকার হন অনেকেই, এবং সেই ধারা থেকে বের হননি ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী। সম্প্রতি তিনি তার গায়ের রঙ নিয়ে নেটিজেনদের কটাক্ষের বিষয়ে মুখ খুলেছেন।
এক সাক্ষাৎকারে শিঞ্জিনী বলেন, ‘‘একটা সময় আমার গায়ের রং নিয়ে অনেক ধরনের মন্তব্য শুনেছি, তবে আমি কখনও এসব গুরুত্ব দিইনি। কারণ, গায়ের রং তো আমার হাতে নেই।’’ অভিনেত্রী আরও যোগ করেন, ‘‘আমি যা রঙে জন্মেছি, সেটাতেই আমি অনেক খুশি। নিজের শরীর, নিজের গায়ের রঙ- আমি নিজেকে ভালোবাসি।’’
তিনি জানান, মডেলিংয়ের ক্যারিয়ারে প্রথম দিকে তাকে ফর্সা দেখানোর জন্য চড়া মেকআপ করতে বলা হত। কিন্তু শিঞ্জিনী প্রথম থেকেই দৃঢ় সিদ্ধান্ত নেন, ‘‘আমি আমার গায়ের রঙের সঙ্গে কাজ করব, যা আমার সঙ্গী। আমি ‘ডাস্কি’, এবং তাতেই আমি সুন্দরী।’’
অবশেষে, তিনি আরও বলেন, ‘‘নায়িকা হওয়ার ইচ্ছা আমার নেই। আমি ভালো অভিনেত্রী হতে চাই। চরিত্র বাছাই করেই কাজ করি, নায়িকা কি খলনায়িকা তাতে আমি কিছু মনে করি না।’’