গৃহকর্মী লিজা হ(ত্যা); সাবেক এমপি নবী নেওয়াজ ৫ দিনের রিমান্ডে
টুইট ডেস্ক: রাজধানীর রমনা থানাধীন এলাকায় গৃহকর্মী লিজা আক্তার হত্যা মামলায় ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ রিমান্ড আদেশ দেন। এদিন পুলিশ নবী নেওয়াজকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে। তবে আসামিপক্ষ জামিনের আবেদন জানিয়ে রিমান্ড বাতিলের অনুরোধ করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ১১ এপ্রিল নবী নেওয়াজকে রাজধানী থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রমনা এলাকায় গুলিবিদ্ধ হন গৃহকর্মী লিজা আক্তার। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ২২ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরবর্তীতে, গত ৫ সেপ্টেম্বর নিহত লিজার বাবা মো. জয়নাল শিকদার রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৪ জনের নাম উল্লেখ করা হয়। নবী নেওয়াজ ওই মামলার ১৭০ নম্বর এজাহারভুক্ত আসামি।