গোদাগাড়ীর চড়কপূজায় ক্ষুদ্র নৃগোষ্ঠিদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীর পাইতাপুকুর মাঠে সনাতন ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব চড়কপূজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সেখানে সোমবার মেলা বসে। ক্ষুদ্র নৃগোষ্ঠির জনগণসহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন পাতা ঘুড়ানো দেখার জন্য মেলায় যান। চড়কপুজা মেলা উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি, গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য ও রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক।
মেলা উদ্বোধনকালে সুলতানুল ইসলাম বলেন, বিএনপি জনগণের দল। বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন ক্ষুদ্র নৃগোষ্ঠিসহ সকল শ্রেণি পেশার মানুষ শান্তিতে বসবাস করেন। তাই আগামী নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ থেকে ধাণের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, চড়কপূজা ক্ষুদ্র নৃগোষ্ঠিসহ সনাতন ধর্মের লোকের একটি অন্যতম উৎসব। এই উৎসব যাতে প্রতিবছর সুন্দরভাবে আয়োজন করা যায় এ জন্য তার পক্ষ থেকে সহযোগিতা থাকবে।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, জেলা যুবদলের সদস্য ইনসান আলী, তারেক জিয়া প্রজন্ম দলের রাজশাহী জেলার সহ-সভাপতি গোলাম মোর্তুজা দুলাল, ছয়ঘাটি রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধির সরেন, গোদাগাড়ী পৌর যুবদল নেতা সাবিয়ার রহমান মিল্টন, গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান তুষার প্রমূখ।






