আশুলিয়ায় লা(শ) পো’ড়ানো: ৩ পুলিশ কর্মকর্তা ট্রাইব্যুনালে

টুইট ডেস্ক: সাভারের আশুলিয়ায় ২০২৩ সালের ছাত্র আন্দোলন চলাকালীন ঘটিত লা(শ)পোড়ানোর ঘটনায় অভিযুক্ত তিন পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।

অভিযুক্তরা হলেন, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম এবং সাবেক ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন।

আগামী ৮ এপ্রিল প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারিক প্যানেল তাদেরকে ১৫ এপ্রিল আদালতে হাজির করার নির্দেশ দেন। এ সময় ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

২০২৩ সালের ৫ আগস্ট, আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যা করার পর তাদের লা(শ) পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেয়া হয়। এক পর্যায়ে, জীবিত অবস্থায় এক তরুণের গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত হয়।