মধুখালীতে তরমুজবোঝাই ট্রাক দু(র্ঘট)নায় চালক-হেলপার নি(হত)

টুইট ডেস্ক: ফরিদপুরের মধুখালীতে তরমুজবোঝাই ট্রাকের সড়ক দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার রাত ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোপঘাট এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ট্রাকটি গাছের সঙ্গে আটকে যায় এবং চালক ও হেলপার দুজনেই গাড়ির ভেতরে আটকা পড়ে।

খবর পেয়ে মধুখালী ও মাগুরা ফায়ার সার্ভিস এবং করিমপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার উদ্ধার অভিযান শেষে তাদের বের করে আনে। হেলপার ঘটনাস্থলেই মারা যান, এবং চালককে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন মোঃ ইদ্রিস (২৭) এবং মোঃ ফয়সাল খান (২৫), দুজনেই যশোর জেলার কেশবপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল, পরে উদ্ধার কাজ সম্পন্ন হলে সড়ক আবার স্বাভাবিক হয়।

দুর্ঘটনার কারণ সম্পর্কে তদন্ত চলছে।