“নেতানিয়াহুকে শত্রু বলে অভিহিত, বন্দির দাবি সাবেক সেনাপ্রধানের”
টুইট ডেস্ক: ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ড্যান হালুৎজ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দেশটির শত্রু হিসেবে অভিহিত করেছেন এবং দাবি করেছেন যে, তাকে বন্দি করে কারাগারে পাঠানো উচিত। গত ১৪ এপ্রিল, সোমবার, এক সাক্ষাৎকারে হালুৎজ বলেন, “নেতানিয়াহু সরাসরি ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এবং তাকে শত্রু হিসেবে দমন করা উচিত, তবে হত্যার মাধ্যমে নয়।”
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের অবরোধ এবং অবিরাম হামলা চলতে থাকার ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্ষোভ বাড়ছে। প্রায় ১৮ মাস ধরে চলা এই আগ্রাসনে ৫১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, এবং গাজার অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের তথ্য মতে, গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়ে পড়েছে।
হালুৎজের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইসরায়েলি সেনা ও সাবেক সেনাদের একটি বড় অংশ গাজায় চলমান যুদ্ধ বন্ধ এবং আটক ইসরায়েলি বন্দিদের মুক্তির দাবি জানাচ্ছে। যদিও নেতানিয়াহুর লিকুদ পার্টি হালুৎজের মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, এটি গণতন্ত্রের বিরুদ্ধে উস্কানি এবং চরম বামপন্থিদের উৎসাহিত করবে।
এই পরিস্থিতির মধ্যে, আন্তর্জাতিক অপরাধ আদালতও গাজার যুদ্ধাপরাধের জন্য নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।