ক্যালিফোর্নিয়ায় ৫.২ মাত্রার ভূমিকম্প
টুইট ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রিখটার স্কেলে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সোমবার সকাল ১০টা ৮ মিনিটে এই কম্পন হয়, যার কেন্দ্র ছিল সান ডিয়েগোর কাছে জুলিয়ান শহরে। তবে এখনো পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্প শুরুর আগেই মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) সতর্কবার্তা পাঠিয়েছিল। তাদের “শেকঅ্যালার্ট” সিস্টেম ভূমিকম্প শনাক্ত করে তাৎক্ষণিকভাবে মোবাইল ফোন ও অ্যাপে বার্তা পাঠায়।
লস অ্যাঞ্জেলেসসহ আশপাশের এলাকায় পাঠানো সতর্কবার্তায় বলা হয়: “ড্রপ, কভার, হোল্ড অন”—অর্থাৎ নিজেকে রক্ষার জন্য নিচু হন, মাথা ঢাকুন এবং স্থির থাকুন।
স্থানীয় বাসিন্দা কেভিন মানো জানান, সতর্কবার্তা পাওয়ার পর তিনি দ্রুত দরজার ফ্রেমের নিচে আশ্রয় নেন। তিনি বলেন, “জীবনে প্রথম এত শক্তিশালী ভূমিকম্প অনুভব করলাম। এখন থেকে একটি ইমার্জেন্সি ব্যাগ গুছিয়ে রাখবো ভাবছি।”
ভূমিকম্পের পর সান ডিয়েগো কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি। ইউএসজিএস জানিয়েছে, একাধিক আফটারশক রেকর্ড করা হয়েছে। তবে ন্যাশনাল ওয়েদার সার্ভিস আশ্বস্ত করেছে যে, এতে সুনামির আশঙ্কা নেই।
শেকঅ্যালার্ট টিমের প্রধান রবার্ট ডি গ্রুটও এই কম্পন নিজে অনুভব করেন প্যাসাডিনায়, যা কেন্দ্রস্থল থেকে ১৩০ মাইল দূরে। তিনি বলেন, “প্রতিদিন ভূমিকম্প নিয়ে কাজ করি, কিন্তু যখন নিজের মাটি কাঁপে—তা সবসময়ই ভয়ের।”