রাশিয়াকে থামাতে ‘কঠোর ব্যবস্থা’র আহ্বান ম্যাক্রোঁর
টুইট ডেস্ক: ইউক্রেনের সুমি শহরে ভয়াবহ রুশ হামলার পর রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রোববার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
ম্যাক্রোঁ বলেন, “এই যুদ্ধ শুরু করেছিল রাশিয়া-এটা সবাই জানে। আর আজও একমাত্র রাশিয়াই মানবজীবনের তোয়াক্কা না করে আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক প্রচেষ্টা উপেক্ষা করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এখনই তাদের থামাতে কঠোর ব্যবস্থা প্রয়োজন।”
রোববার সকালে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী সুমি শহরে রাশিয়ার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৪ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছেন। কিয়েভ জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
এই হামলার পরপরই ফরাসি প্রেসিডেন্টের কঠোর প্রতিক্রিয়া আসে। তিনি বলেন, “সুমি শহরের হামলায় যে ধরনের বর্বরতা হয়েছে, তা আর সহ্য করা যায় না।”
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর থেকে দেশটিতে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। চলমান যুদ্ধে ইউক্রেনের চারটি প্রদেশ—দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়ার আংশিক নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া।
এই চার অঞ্চলের দখল নেওয়া ভূখণ্ড ইউক্রেনের মোট আয়তনের প্রায় এক-পঞ্চমাংশ। যদিও যুদ্ধরত কোনো পক্ষই ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ করেনি, তবে পশ্চিমা গোয়েন্দাদের মতে, হতাহতের সংখ্যা কয়েক লাখে পৌঁছেছে।
রাশিয়ার পাল্টা অবস্থান
এদিকে রাশিয়া পাল্টা অভিযোগ করে বলেছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে শান্তি আলোচনায় বাধ্য করা দরকার। তবে পশ্চিমা বিশ্ব বরাবরই রাশিয়াকেই যুদ্ধ শুরু ও দীর্ঘায়িত করার জন্য দায়ী করে আসছে।