বিমানে হেনস্তার শিকার গায়িকা ইমন চক্রবর্তী

টুইট ডেস্ক: ভারতীয় গায়িকা ইমন চক্রবর্তী বিমানে ভ্রমণের সময় একটি বিরক্তিকর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। ইন্দোর থেকে দিল্লি যাওয়ার পথে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের কাছে অতিরিক্ত টাকা দিয়ে পছন্দের সিট চেয়ে, তিনি সিট পাননি। এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন গায়িকা সামাজিক মাধ্যমে।

ইমন ফেসবুকে পোস্ট করে অভিযোগ করেন, “আমি এয়ার ইন্ডিয়ার টিকিট নিয়েছিলাম এবং পছন্দের সিটের জন্য অতিরিক্ত মূল্যও দিয়েছিলাম। তবে এয়ার ইন্ডিয়ার কর্মীরা ওই সিট অন্য যাত্রীকে দিয়ে দেন, যা একেবারেই অনৈতিক।” তিনি আরও বলেন, “ইন্দোর থেকে দিল্লি আসার সময় এটি ছিল একটি বিরক্তিকর অভিজ্ঞতা।”

ইমনের পোস্টের মন্তব্য বিভাগে আরও অনেকে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। একজন মন্তব্য করেন, “গত মাসে আমাদের সঙ্গেও এমন ঘটেছে। আমরা দিল্লি থেকে কলকাতা যাচ্ছিলাম। পছন্দের সিটের জন্য অতিরিক্ত টাকা দিয়েছিলাম, কিন্তু আমাদের সিটও অন্য যাত্রীকে দেওয়া হয়েছিল।”

তবে একটি কটাক্ষমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইমন বলেন, “আপনারা যেমন মনে করেন, ঠিক তেমন নয়। আমার ব্যক্তিগত সমস্যা আমি শেয়ার করেছি, আপনাদের অসুবিধা হলে আমার প্রোফাইল বা পেজে আসবেন না। আর যদি আসেন, তাহলে ফালতু ফুটেজ খাওয়া বন্ধ করুন।”