প্রেমিকার ঠিকানায় ৩০০ উপহার, প্রেমিক গ্রেপ্তার
টুইট ডেস্ক: কলকাতার নদীয়া জেলার এক প্রেমিক প্রেমিকার সঙ্গে সম্পর্কের বিচ্ছেদের পর অভিনব revenge নেন। ব্রেকআপের পর প্রেমিকার অফিসে ৩০০টি উপহার পাঠিয়ে দেয়। তবে এগুলো পাঠানো হয় ধাপে ধাপে এবং ক্যাশ অন ডেলিভারি হিসেবে, অর্থাৎ প্রেমিকাকে টাকা দিয়ে এই উপহার সংগ্রহ করতে হতো। প্রথমে তরুণী বিষয়টি বুঝতে না পারলেও উপহারের সংখ্যা বাড়তে থাকলে তিনি বিরক্ত হয়ে পড়েন।
প্রেমিকা উপহারগুলি ফেরত দেওয়ার চেষ্টা করেন এবং বারবার জানান যে তিনি সেগুলি অর্ডার করেননি। এমনকি তার অনলাইন শপিং অ্যাকাউন্টও ব্লক করে দেওয়া হয়। পরে এই ঘটনা পুলিশের কাছে পৌঁছালে, প্রেমিক সুমন শিকদারকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, সুমনের সঙ্গে ওই তরুণীর সম্পর্ক নভেম্বর মাসে ভেঙে যায়, কারণ প্রেমিকা দামি উপহারের দাবি করেছিলেন, যা সুমন দিতে অক্ষম ছিলেন। সেই থেকেই সুমন বদলার জন্য প্রেমিকার ঠিকানায় উপহার পাঠাতে শুরু করেন।