আজ চৈত্র সংক্রান্তি, বিদায় ১৪৩১ বঙ্গাব্দ
টুইট ডেস্ক: আজ রোববার (১৩ এপ্রিল) ১৪৩১ বঙ্গাব্দের শেষ দিন। এই দিনটি চৈত্র সংক্রান্তি নামে পরিচিত, যা বাংলা বর্ষ ও বসন্ত ঋতুর সমাপ্তির দিন। চৈত্র সংক্রান্তি উৎসবের মাধ্যমে পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করা হয়।
আগামীকাল, ১৪ এপ্রিল, পহেলা বৈশাখে শুরু হবে বাংলা বছরের ১৪৩২। এই দিনে বাঙালিরা “জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, মুছে যাক গ্লানি”-এমন দৃষ্টি নিয়ে বিদায়ী সূর্যের কাছে প্রার্থনা করেন।
বাঙালির চিরাচরিত ঐতিহ্যকে ধারণ করে পালিত হয় চৈত্র সংক্রান্তি। কথিত আছে, এই দিন থেকেই পহেলা বৈশাখের আয়োজন শুরু হয়, যার কারণে চৈত্র সংক্রান্তি বাঙালি সংস্কৃতির আরেকটি বড় উৎসব হিসেবে চিহ্নিত।
সনাতন ধর্মাবলম্বীরা এই দিনটিকে পুণ্য তিথি হিসেবে পালন করে। তারা স্নান, দান, ব্রত ও উপবাসের মাধ্যমে চৈত্র সংক্রান্তিকে উৎসবমুখর করে তোলে।
ব্যবসায়ীরা বছরের শেষ দিনটিতে পুরোনো হিসাব-নিকাশ চুকিয়ে, শুচি হয়ে নতুন বছরের হালখাতা খুলে থাকেন। ব্যবসা প্রতিষ্ঠানও নতুন করে সাজিয়ে পুরোনো সব জঞ্জাল পরিষ্কার করেন।
এছাড়া, চৈত্র সংক্রান্তি উপলক্ষে দেশের নানা জায়গায় মেলা অনুষ্ঠিত হয়, যেখানে গৃহস্থরা তাদের মেয়ের জামাইকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসেন। নতুন পোশাক পরার রীতি তো বহু আগে থেকেই চর্চিত।