ঝুঁকিপূর্ণ রেললাইনে চলছে ট্রেন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার মোহনপুর রেলক্রসিংয়ে ভাঙা রেললাইন দিয়ে ট্রেন চলাচলের ঘটনা ঘটেছে। রোববার (১৩ এপ্রিল) ভোররাতে এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

সকালে ভাঙা লাইনের ওপর দিয়েই রাজশাহী থেকে বনলতা ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেন যাত্রা করে। পথচারীরা ভাঙা অংশটি দেখতে পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে খবর দেন। এরপর সকাল ৮টার দিকে রেলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত মেরামতের কাজ শুরু করে।

এর আগেও একই স্থানে রেললাইন ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছিল। তখন তা মেরামত করা হলেও ফের একই জায়গায় সমস্যা দেখা দিল।

পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী (পথ) কর্মকর্তা আহসান হাবিব জানান, “লাইন ফেটে গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।”