‘মার্চ ফর গাজা’: সোহরাওয়ার্দী উদ্যানে জনস্রোত
টুইট ডেস্ক: গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের লাগাতার বর্বর হামলার প্রতিবাদ ও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’ শীর্ষক এক বৃহৎ গণজমায়েত। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টা থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হবে এই কর্মসূচির মূল আয়োজন, চলবে মাগরিবের আগপর্যন্ত।
তবে সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষের ঢল নামে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। শাহবাগ, দোয়েল চত্বর ও নীলক্ষেতের দিক থেকে ছোট-বড় মিছিল নিয়ে মানুষ আসতে শুরু করে। হাতে বাংলাদেশের ও ফিলিস্তিনের পতাকা, সঙ্গে স্লোগানসমৃদ্ধ প্ল্যাকার্ডে ভরে ওঠে চারপাশ।
আয়োজক ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ জানায়, এই ব্যতিক্রমধর্মী কর্মসূচির মূল উদ্দেশ্য হলো গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গড়ে তোলা এবং মানবিক সহানুভূতির আহ্বান জানানো। তাদের প্রত্যাশা, সারা দেশ থেকে কয়েক লাখ মানুষ অংশ নেবে এই কর্মসূচিতে।
পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্ট-বাংলামোটর, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, বকশিবাজার মোড় ও নীলক্ষেত মোড় থেকে দুপুর ২টায় মিছিল শুরু হয়ে শেষ হবে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশের মধ্য দিয়ে।
এই কর্মসূচিতে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। অংশ নেবেন বিশিষ্ট ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহসহ আরও অনেকে।
সাধারণ জনগণের পাশাপাশি এই আয়োজনে একাত্মতা প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন—যেমন বিএনপি, জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), হেফাজতে ইসলামসহ অন্যান্য দল।
প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের গণমাধ্যম সমন্বয়ক শেখ ফজলুল করীম মারুফ বলেন, “আমরা চাই বিশ্ববাসী নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়াক। এ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ থেকে আমরা সেই বার্তাই দিতে চাই।”
এই আয়োজক ও সংশ্লিষ্টরা মনে করছেন, এটি হতে যাচ্ছে ঢাকার রাজপথে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় জনসমাবেশ।