ওমরাহযাত্রীদের জন্য সময়সীমা বেঁধে দিল সৌদি, সময়মতো না ফিরলে কঠোর ব্যবস্থা
টুইট ডেস্ক : সৌদি আরবে অবস্থানরত সব বিদেশি ওমরাহযাত্রীদের আগামী ২৯ এপ্রিলের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে সৌদি না ছাড়লে কারাবাস ও জরিমানাসহ কঠোর শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “যেসব বিদেশি ওমরাহযাত্রী এখনো সৌদিতে অবস্থান করছেন, তাদের অবশ্যই ২৯ এপ্রিলের মধ্যে বিদায় নিতে হবে। নির্ধারিত সময়সীমা অতিক্রম করলেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এই সিদ্ধান্তের পেছনে প্রধান কারণ হিসেবে আসন্ন হজ মৌসুমকে নির্বিঘ্ন রাখা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি তুলে ধরা হয়েছে।
সৌদির জননিরাপত্তা দপ্তরের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আবদুল্লাহ আল বাসামি বলেন, “নিরাপত্তা আমাদের রেড লাইন। আল্লাহর অতিথিদের নিরাপত্তা ও মর্যাদার ব্যাপারে আমরা কোনো ছাড় দেব না।”
তিনি আরও জানান, হজ ব্যবস্থাপনায় এবার আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করা হবে, যাতে আগত হজযাত্রীদের ভিড় ও নিরাপত্তা নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হয়।
এছাড়া সৌদি আরবে বৈধ কাগজপত্র ছাড়াই অবস্থানকারী বিদেশিদের ধরতে শুরু হয়েছে বিশেষ অভিযান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ১৮,৪০০ জনকে আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে বিভিন্ন আবাসন ও অভিবাসন আইন ভঙ্গের অভিযোগ রয়েছে।
সৌদি নিরাপত্তা বিশেষজ্ঞ আদেল জামজামি বলেন, “প্রত্যেকটি উদ্যোগ হজযাত্রীদের নিরাপত্তা ঘিরেই নেওয়া হচ্ছে। কেউ নিয়ম লঙ্ঘন করলে সেটি পুরো ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলে।”