১২ দিন পরেও হাউজফুল শাকিব খানের ‘বরবাদ’
টুইট ডেস্ক: শাকিব খানের ঈদের ছবি ‘বরবাদ’ মুক্তির ১২ দিন পরেও দেশজুড়ে টিকিটের জন্য চলছে হাহাকার। ছবির প্রদর্শনীর শোয়ের সংখ্যা বাড়ানোর পরেও দর্শকরা টিকিট পাচ্ছেন না। বিশেষ করে সিনেপ্লেক্সে ৩৭টি শো চলছে, এবং অন্যান্য মাল্টিপ্লেক্সসহ সিংগেল স্ক্রিনে ৪৪০টি শো-ও চলছে। তবুও প্রতিটি শো চলছে হাউজফুল, অথচ দর্শকদের অভিযোগ, তারা অগ্রিম টিকিটও কাটতে পারছেন না। এই পরিস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই।
এ বিষয়ে ‘বরবাদ’ ছবির প্রযোজক শাহরিন আক্তার সুমি গণমাধ্যমে বলেন, ‘‘সিনেপ্লেক্সে দর্শকরা টিকিটের জন্য ঘুরছেন, অথচ তারা অনলাইনে টিকিট পাচ্ছেন না। এই বিষয়টি সিনেপ্লেক্সকে জানানো হয়েছে, তবে তারা যথাযথভাবে শো বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে না।’’
এদিকে, সিনেপ্লেক্সের মার্কেটিং ম্যানেজার মেজবাহ আহমেদ জানিয়েছেন, ‘‘দর্শক চাহিদার ভিত্তিতে আমরা কম দর্শক পাওয়া ছবির শো কমিয়ে, বেশি চাহিদা পাওয়া ছবির শো বাড়ানোর কাজ করি। তবে আমাদের ব্যবসায়িক নীতির কারণে কিছু ক্ষেত্রে শিডিউল পরিবর্তন করতে পারি না।’’
দেশে দারুণ সাড়া ফেলার পর ‘বরবাদ’ ছবিটি আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র এবং ১৯ এপ্রিল কানাডায় অফিশিয়ালি রিলিজ করতে যাচ্ছে। ছবিটি আন্তর্জাতিকভাবে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের মাধ্যমে প্রথমবার ডিসট্রিবিউশনে আসছে।