বড় দুঃসংবাদ লিটনের জন্য, (পিএসএল) থেকে বাদ পড়লেন তিনি

টুইট ডেস্ক: বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের জন্য এসেছে বড় দুঃসংবাদ। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবার অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকা লিটন এখন আর খেলতে পারবেন না। অনুশীলনের সময় আঙুলে চোট পাওয়ার পর স্ক্যান রিপোর্টে জানা গেছে যে তার আঙুলে হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে, যার ফলে তাকে পিএসএল থেকে ছিটকে যেতে হচ্ছে।

এই বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি নিশ্চিত করেছেন যে লিটন দেশে ফিরছেন এবং তার চিকিৎসা চলবে। তিনি জানিয়েছেন, “লিটনের আঙুলে আঘাত লেগেছে এবং তার দেশে ফিরে আসা প্রয়োজন।”

নিজেই ইনজুরি সম্পর্কে ফেসবুকে জানিয়ে লিটন লিখেছেন, “পিএসএলে করাচি কিংসের হয়ে খেলার জন্য আমি রোমাঞ্চিত ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত, অনুশীলনে আঙুলে আঘাত পেয়েছি। স্ক্যান রিপোর্টে জানা গেছে যে হেয়ারলাইন ফ্র্যাকচার রয়েছে এবং চোট সারাতে দুই সপ্তাহ সময় লাগবে।”

এছাড়া, লিটন আরো জানিয়েছেন, “দুঃখের বিষয় যে পিএসএল মিশন শুরুর আগেই শেষ হয়ে গেছে। আমি দেশে ফিরে যাচ্ছি এবং দ্রুত সুস্থ হতে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার দল করাচি কিংসকে শুভকামনা।”

এদিকে, পিএসএলের দশম আসর ১১ এপ্রিল থেকে শুরু হয়েছে এবং উদ্বোধনী ম্যাচে লাহোর কালান্দার্স বড় ব্যবধানে হেরেছে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে। করাচি কিংসের সঙ্গে পিএসএল শুরু হওয়ার কথা ছিল আজ (শনিবার) রাতে, যেখানে তারা মুলতান সুলতান্সের মুখোমুখি হতো।

প্রসঙ্গত, পিএসএলের ড্রাফট থেকে লিটন দাসকে করাচি কিংস দলে ভেড়ায় সিলভার ক্যাটাগরির অধীনে, আর অন্যান্য বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা যথাক্রমে লাহোর কালান্দার্স এবং পেশোয়ার জালমির হয়ে খেলবেন।