ঢাকায় কনসার্টে গাইতে পারেননি মুস্তাফা জাহিদ, আয়োজক লাপাত্তা
টুইট ডেস্ক: শ্রোতাদের ক্ষোভ, টিকিটের টাকা ফেরত চেয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা | আগেও কনসার্ট স্থগিতের অভিযোগ ছিল আয়োজকদের বিরুদ্ধে
ঢাকায় আসা পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ আর মঞ্চে গান গাইতে পারলেন না। কনসার্টে গান গাইতে প্রস্তুত এই গায়ক শেষ মুহূর্তে মঞ্চে উঠতে পারেননি। ‘মেলোডি আনলিশড’ শিরোনামের কনসার্টটি আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন স্থগিত করে দেয়।
কনসার্ট শুরুর এক ঘণ্টা আগে আয়োজকরা ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, কনসার্টটি নিরাপত্তাজনিত কারণে স্থগিত করা হয়েছে। এরপর আয়োজক প্রতিষ্ঠানকে আর কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। কিছু দর্শক অভিযোগ করেছেন, হটলাইন নম্বরে কল দিলেও সাড়া মেলেনি।
কনসার্ট স্থগিতের পর, টিকিট বুক করা দর্শকদের মধ্যে বিরক্তি তৈরি হয়। টিকিটের দাম ছিল তিনটি ক্যাটাগরিতে: জেনারেল ১,৯৯৯ টাকা, মেলোডি জোন ৩,৪৯৯ টাকা, প্রিমিয়াম ১০,০০০ টাকা। বিগত কনসার্ট বাতিলের ঘটনাগুলোর মতো, এবারও টিকিটের টাকা ফেরত চেয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন দর্শকরা।
এ বিষয়ে ব্যান্ড লেভেল ফাইভ এর ম্যানেজার শাহরিয়ার নাফিস গণমাধ্যমে জানান, “আমাদের কোনো পূর্বঘোষণা ছাড়া কনসার্ট স্থগিত হয়ে যায়। গত কয়েক দিন ধরে আয়োজকরা আমাদের সাথে যোগাযোগ বন্ধ রেখেছিল এবং আমাদের পেমেন্টও করা হয়নি।”
বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, আয়োজকদের সাথে যোগাযোগ করলেও অর্থ পরিশোধ করা হয়নি, যার ফলে কনসার্টটি আয়োজন করা সম্ভব হয়নি।
এর আগেও আয়োজকদের বিরুদ্ধে একাধিক কনসার্ট বাতিলের অভিযোগ ছিল। সামাজিক মাধ্যমে দর্শকরা মনে করছেন, এটি পেশাদারিত্বের অভাবেরই একটি উদাহরণ।