ঢাবি চারুকলায় আ(গুনে) পুড়ল নববর্ষের প্রতীকী মোটিফ
টুইট ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রার জন্য নির্মিত দুটি প্রতীকী মোটিফ-‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ এবং ‘শান্তির পায়রা’-আগুনে পুড়ে গেছে।
শনিবার (১২ এপ্রিল) সকালে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোররাতে আগুন লেগে দুটি মোটিফের একটি সম্পূর্ণ এবং অপরটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদের ভাষ্য অনুযায়ী, ভোর পৌনে পাঁচটা থেকে পাঁচটার মধ্যে আগুন লাগার সম্ভাবনা রয়েছে, কারণ সেই সময় দায়িত্বপ্রাপ্ত মোবাইল টিমের সদস্যরা ফজরের নামাজে ছিলেন।
জানা যায়, ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিফটি প্রায় ২০ ফুট উঁচু ছিল এবং এতে বাঁশ ও বেত দিয়ে দাঁতাল মুখের নারীর রূপায়ণ করা হয়-যার মাথায় শিং, হাঁ করা মুখ, এবং ভয়ানক চোখ ছিল। অনেকেই এটিকে ভারতের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিচ্ছবি মনে করেছেন।
এ বছর চারুকলার নববর্ষের প্রতিপাদ্য ছিল-‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। সেই ভাবনা থেকেই তৈরি করা হয়েছিল এসব প্রতীকী শিল্পকর্ম।