ডোবার পাশে বস্তায় মিলল দুই নারী ও এক শিশুর লা(শ)
টুইট ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। একটি ডোবার পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় দুই নারী ও এক শিশুর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে মিজমিজি পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, স্থানীয়রা প্রথমে একটি বস্তার ভেতর থেকে একটি কাটা হাত বের হয়ে থাকতে দেখে সন্দেহে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি আলাদা বস্তা উদ্ধার করে, যেখানে দুই নারী ও এক শিশুর লাশ খণ্ডবিখণ্ড অবস্থায় পাওয়া যায়।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে এখনও তল্লাশি ও তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ওসি শাহীনূর বলেন, বিষয়টি অত্যন্ত নৃশংস ও রহস্যজনক, আমরা ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনে কাজ করছি।
এই ঘটনার পেছনে কী কারণ রয়েছে বা কারা জড়িত, তা এখনো জানা যায়নি। পুলিশ বলছে, তদন্তের স্বার্থে এলাকাবাসীর সহযোগিতাও নেয়া হচ্ছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।