হানিফ ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নারী নি(হত)

টুইট ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক অজ্ঞাতনামা নারী (বয়স আনুমানিক ৪৫)।

শুক্রবার (১১ এপ্রিল) সকালে পথচারীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলম জানান, বৃহস্পতিবার গভীর রাতে কোনো এক সময় দ্রুতগতির একটি অজানা গাড়ি হানিফ ফ্লাইওভারে ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহত নারীর শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে বিকৃত হয়ে গেছে, ফলে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একইসঙ্গে ফ্লাইওভারের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুর্ঘটনাকারী যানবাহন শনাক্তের প্রক্রিয়াও চালানো হচ্ছে।