উদ্ধারের মাঝেই আবার কাঁপল মিয়ানমার, নতুন করে ভূমিকম্পে আতঙ্ক
টুইট ডেস্ক : গত সপ্তাহের বিধ্বংসী ভূমিকম্পের ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি মিয়ানমার। এর মধ্যেই ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। শুক্রবার সকালে ৪.১ মাত্রার একটি কম্পনে আতঙ্ক ছড়ায় উদ্ধারকর্মীদের মধ্যেও।
ভারতের ভূকম্পন গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ২ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। এনসিএস জানিয়েছে, মূল কম্পনের পর একাধিক আফটারশকও অনুভূত হয়েছে।
এর আগে ২৮ মার্চ, মিয়ানমার ভয়াবহ দুটি ভূমিকম্পের শিকার হয়। ৭.৭ এবং ৬.৪ মাত্রার সেই দুই কম্পনের উৎপত্তি ছিল মান্দালয়ের কাছাকাছি এলাকায়। ভূকম্পনের তীব্রতা এতটাই ছিল যে, তা অনুভূত হয় থাইল্যান্ড, চীন, ভারত, বাংলাদেশসহ আশপাশের বেশ কয়েকটি দেশে।
ভয়াবহ সেই বিপর্যয়ে এখনো চলছে উদ্ধার তৎপরতা। তুরস্কের আনাদোলু এজেন্সির তথ্যমতে, ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত ৩,৬০০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। চীনের সিনহুয়া নিউজ জানিয়েছে, এই ভূমিকম্পে ৫,০১৭ জন আহত হয়েছেন এবং এখনো নিখোঁজ রয়েছেন ১৬০ জনের বেশি।
ভূমিকম্পের পরপরই মিয়ানমারে সহায়তার হাত বাড়ায় চীন, রাশিয়া, ভারত ও বাংলাদেশ। আন্তর্জাতিক দলগুলো ভবনের নিচে আটকে পড়া মানুষদের খুঁজে বের করা ও উদ্ধার কাজে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। বিশেষ করে ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) রাজধানী নেইপিদো এবং মান্দালয়ের ১২টি এলাকায় একযোগে উদ্ধার কাজ চালাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, ২৮ মার্চের ভূমিকম্প ছিল গত শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ এবং দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে মিয়ানমারের সামাজিক ও অবকাঠামোগত ব্যবস্থার ওপর।