‘মার্চ ফর গাজা’ নিয়ে খতিবদের প্রতি অনুরোধ আজহারির

টুইট ডেস্ক: ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। এতে দেশবাসীকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি।

একটি ফেসবুক পোস্টে আজহারি দেশের সম্মানিত খতিবদের প্রতি অনুরোধ জানিয়েছেন, আজকের জুমার খুতবায় যেন মুসল্লিদের এই কর্মসূচিতে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হয়।

এদিকে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ অংশগ্রহণকারীদের জন্য পাঁচ দফা গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, “এই গণজমায়েত যেন বাংলাদেশের ইতিহাসে একটি ঐক্যবদ্ধ, শৃঙ্খলাপূর্ণ এবং মানবিক প্রতিবাদের দৃষ্টান্ত হয়ে উঠে, সে লক্ষ্যেই আমাদের সবার আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন।”

নির্দেশনাগুলো হলো:

১. সহযোগিতা ও স্বেচ্ছাসেবার মনোভাব: আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং ব্যক্তিগত দায়িত্ববোধে অনুষ্ঠান সফল করা।

২. পরিচ্ছন্নতা ও প্রস্তুতি: সমাবেশস্থল পরিষ্কার রাখা, নিজস্ব প্রয়োজনীয় জিনিসপত্র (পানি, ছাতা, মাস্ক ইত্যাদি) সাথে রাখা এবং মেডিকেল ইমার্জেন্সিতে প্রস্তুত থাকা।

৩. শান্তি ও আইন মেনে চলা: উত্তেজনা এড়িয়ে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করা।

৪. নিরপেক্ষ প্রদর্শন: কোনো রাজনৈতিক বা দলীয় প্রতীক পরিহার করে কেবল বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড দিয়ে সংহতি প্রকাশ।

৫. জুলুমের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ: জনগণের জানমালের ক্ষতিসাধন না করে, ষড়যন্ত্রকারী ও দুষ্কৃতিকারীদের প্রতিরোধে সচেতন থাকা।

শায়খ আহমাদুল্লাহ মনে করিয়ে দেন, “জুলুমের প্রতিবাদ আরেক জুলুম দিয়ে করা যায় না।”