কঙ্গনার বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তি, প্রকৃত তথ্য প্রকাশ করল হিমাচল বিদ্যুৎ বোর্ড
টুইট ডেস্ক: বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত সম্প্রতি তাঁর বাড়ির বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ তোলেন, যেখানে তিনি দাবি করেন যে তাঁকে ১ লক্ষ টাকার বিল পাঠানো হয়েছে। তবে এই অভিযোগকে মিথ্যা দাবি করে মুখ খুলেছে হিমাচল প্রদেশ ইলেকট্রিসিটি বোর্ড লিমিটেড (HPSEBL)।
বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ কুমার এক বিবৃতিতে জানান, কঙ্গনার দাবি বাস্তবের সঙ্গে মেলেনা। তিনি বলেন, “যে বিলের কথা বলা হচ্ছে, সেটি এক মাসের নয়। বিলটি বিভিন্ন মাসের বকেয়া এবং একাধিক বিলিং সাইকেলের যোগফল।”
সন্দীপ কুমার ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-কে আরও জানান, “আসলে বিলের পরিমাণ ছিল ৯১ হাজার টাকা কিছু বেশি, একেবারে ১ লক্ষ নয়। নভেম্বর ও ডিসেম্বর মাসের বিল কঙ্গনা ১৬ জানুয়ারি পরিশোধ করেন। এরপর জানুয়ারি ও ফেব্রুয়ারির বিল বাকি ছিল। মার্চ মাসেরও ২০ দিনের বিল এর সঙ্গে যুক্ত হয়।”
তিনি ব্যাখ্যা করেন, “প্রায় ৩১ থেকে ৩২ হাজার টাকা ছিল আগের বকেয়া। মার্চের ২৮ দিনের বিল ছিল ৫৫ হাজার টাকার মতো। অন্যান্য চার্জ মিলিয়ে মোট বিল দাঁড়ায় প্রায় ৯১ হাজার টাকা। সময়মতো বিল জমা দিলে এমন অঙ্ক হত না।”
বোর্ডের তরফে আরও জানানো হয়, এই বিষয়ে কঙ্গনা বা তাঁর কোনও প্রতিনিধি এখনো বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করেননি।