পুলিশের লোগো থেকে বাদ গেলো নৌকা
টুইট ডেস্ক: বাংলাদেশ পুলিশের লোগোতে বড় পরিবর্তন আসছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। ইতোমধ্যে নতুন পোশাকের বাছাই সম্পন্ন হয়েছে এবং এবার লোগোতেও আনুষ্ঠানিক পরিবর্তন আনা হচ্ছে।
(বৃহস্পতিবার) ১০ এপ্রিল পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা আক্তারের সই করা এক চিঠিতে লোগো পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠিতে জানানো হয়, শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রণালয়।
নতুন লোগোতে থাকবে পানির ওপর জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শিষ এবং পাটপাতার উপর লেখা ‘পুলিশ’। তবে পুরোনো লোগোর অন্যতম বৈশিষ্ট্য পালতোলা নৌকা নতুন নকশা থেকে বাদ দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, নতুন মনোগ্রাম ইতোমধ্যে কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে। প্রজ্ঞাপন জারির পর জেলা ও ইউনিট পর্যায়ে পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ সকল জায়গায় নতুন লোগো ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।