বদলে গেল নববর্ষের ‘মঙ্গল শোভাযাত্রার’ নাম

টুইট ডেস্ক : পহেলা বৈশাখ উপলক্ষে বাংলা নববর্ষ উদযাপনের অংশ হিসেবে বহু বছর ধরে প্রচলিত ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করা হয়েছে। এবার থেকে এই শোভাযাত্রা আয়োজন করা হবে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নামে।

শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ। তিনি বলেন, “নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হবে এবারের শোভাযাত্রা।

চারুকলা অনুষদ ১৯৮৯ সাল থেকে পহেলা বৈশাখে শোভাযাত্রা আয়োজন করে আসছে। প্রথমে এর নাম ছিল ‘আনন্দ শোভাযাত্রা’, পরে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে নামকরণ হয় ‘মঙ্গল শোভাযাত্রা’। তিন দশকেরও বেশি সময় পর এবার তার পরিবর্তন হলো।

নতুন সরকার গঠনের পর থেকেই বিভিন্ন মহল থেকে শোভাযাত্রার নাম পরিবর্তনের দাবি উঠেছিল। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছিলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আয়োজক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও সাংস্কৃতিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এবারের শোভাযাত্রায় বাংলা সংস্কৃতির পাশাপাশি লোকজ ঐতিহ্য এবং রাজনৈতিক পালাবদলের পটভূমিতে ফ্যাসিবাদবিরোধী বার্তাও তুলে ধরা হবে।

এছাড়া এবারের আয়োজন হবে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক। চাকমা, মারমা, সাঁওতাল, গারোসহ ২৭টি জাতিগোষ্ঠীও অংশ নেবে বর্ষবরণ শোভাযাত্রায়। পাশাপাশি থাকবে চৈত্র সংক্রান্তিতে সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্ট এবং নববর্ষের দিনে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ‘সুরের ধারা’ আয়োজিত সংগীতানুষ্ঠান।