দেড় বছর পর সুগন্ধি চাল রপ্তানির জন্য ১৩৩টি প্রতিষ্ঠানের অনুমতি
টুইট ডেস্ক: বাংলাদেশে ১৩৩টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার ২৫০ টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দীর্ঘ দেড় বছর পর এ অনুমতি দেওয়া হলো, এবং প্রতিষ্ঠানগুলোকে কিছু শর্ত মেনে চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে চাল রপ্তানি করতে হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রক দপ্তর গত ৮ এপ্রিল এ অনুমতির বিষয়ে একটি চিঠি পাঠায়। চিঠিতে বলা হয়েছে, ১৩৩টি প্রতিষ্ঠান যাচাই-বাছাই শেষে ৯টি শর্ত মেনে সুগন্ধি চাল রপ্তানির অনুমতি পেয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি শাখা-২-এর জ্যেষ্ঠ সহকারী সচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী জানান, এসব চাল মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হবে। প্রতিটি কেজি চালের রপ্তানি মূল্য ১ দশমিক ৬০ মার্কিন ডলার, যা ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। রপ্তানি শেষ করার সময়সীমা ৩০ সেপ্টেম্বর, ২০২৫।
এছাড়া, প্রতিটি প্রতিষ্ঠানকে ১০০ থেকে ৫০০ টন পর্যন্ত চাল রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। শর্ত হিসেবে প্রতিষ্ঠানগুলোকে সাব-কন্ট্রাক্টের মাধ্যমে রপ্তানি করার অনুমতি দেওয়া হয়নি।