হাডসন নদীতে হেলিকপ্টার দু(র্ঘ)টনা: একই পরিবারের ৫ সদস্যসহ নি’হত ৬

টুইট ডেস্ক: নিউইয়র্ক সিটির বিখ্যাত হাডসন নদীতে পর্যটকবাহী একটি হেলিকপ্টার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশু ও দুইজন প্রাপ্তবয়স্ক ছিলেন, আর ছয় নম্বর ব্যক্তি ছিলেন হেলিকপ্টারের পাইলট।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে লোয়ার ম্যানহাটনের কাছে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নিহত ছয়জনের মধ্যে পাঁচজনই স্পেন থেকে আসা একই পরিবারের সদস্য এবং তারা যুক্তরাষ্ট্রে ভ্রমণে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হেলিকপ্টারটি প্রায় ১৫ মিনিট ধরে আকাশে উড়ছিল। এরপর হঠাৎই সেটি ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যায়। ভিডিও ফুটেজে দেখা গেছে, হেলিকপ্টারটির টেইল রোটর বা প্রধান রোটর ব্লেড নেই-এ অবস্থায় সেটি নদীতে পতিত হয়।

এক প্রত্যক্ষদর্শী ড্যানি হরবিয়াক বলেন, “আমি পাঁচ-ছয়টি জোরে শব্দ শুনি, যেন শূন্যে গুলি ছোড়া হচ্ছে। তারপর জানালা দিয়ে দেখি-হেলিকপ্টারটি খণ্ডবিখণ্ড হয়ে নিচে পড়ছে।”

আরেক প্রত্যক্ষদর্শী এরিক ক্যাম্পোভার্দ জানান, “আমি রাস্তায় হাঁটছিলাম। হঠাৎ দেখি হেলিকপ্টারটি প্রায় ৪৫ ডিগ্রি কোণে নিচে পড়ছে।”

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেন, “নিহতদের পরিবারকে অবহিত না করা পর্যন্ত তাদের নাম প্রকাশ করা হবে না।” দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জর্জ ওয়াশিংটন ব্রিজের দিকে বাঁক নেওয়ার সময় হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারায়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, প্রায় ১৬ মিনিটের উড্ডয়নের পরই এই দুর্ঘটনা ঘটে।