ডিপিএলে বিতর্কিত আউট: তদন্তে নামছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট

টুইট ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর এবার ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) উঠেছে সন্দেহজনক পারফরম্যান্সের অভিযোগ। গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার এক ম্যাচের শেষ মুহূর্তে ঘটে যাওয়া একটি আউট ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক।

ঘটনাটি ঘটে ম্যাচের শেষ উইকেট পড়ার সময়, যখন জয়ের জন্য শাইনপুকুরের দরকার ছিল মাত্র ৬ রান। ব্যাটিং করছিলেন মিনহাজুল আবেদীন সাব্বির। টিভি ফুটেজে দেখা যায়, স্ট্যাম্পিংয়ের আগমুহূর্তে তিনি ব্যাট ক্রিজের ভেতরে নিয়ে গিয়েও তা আবার বের করে আনেন। এরপর উইকেটরক্ষক স্টাম্প ভেঙে দিলে আউট হয়ে যান সাব্বির, এবং ম্যাচটি হেরে যায় শাইনপুকুর।

এই ‘অস্বাভাবিক’ আউট নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস, শামসুর রহমান শুভ ও শাহরিয়ার নাফীস।

বিসিবির এক পরিচালক জানান, “ঘটনাটি দেখে একটু অস্বাভাবিক মনে হয়েছে। প্রমাণ ছাড়া কিছু বলা সম্ভব না, তবে আমরা সিসিডিএম ও বিসিবির দুর্নীতি দমন ইউনিট (অ্যাকু)-কে জানিয়ে দিয়েছি। এখন তারা বিষয়টি তদন্ত করে রিপোর্ট দেবে।”

এদিকে ইমরুল কায়েস অভিযোগ করেছেন, একটি দলকে সুপার সিক্সে যেতে না দেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবেই এমন ঘটনা ঘটিয়েছে দুই দল।

বিতর্কিত এই আউট নিয়ে এখন ক্রিকেট মহলে চলছে ব্যাপক আলোচনা, আর বিসিবির তদন্ত প্রতিবেদন পর্যন্ত চোখ রাখতেই হবে ক্রিকেটপ্রেমীদের।