আম বাগানে মুকুল ঝরে যাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা
টুইট ডেস্ক: নওগাঁ জেলার আম বাগানগুলোতে এই বছর মুকুলের পরিমাণ ছিল প্রচুর, তবে ১৫ দিনের মধ্যে অধিকাংশ বাগানের মুকুল ঝরে গিয়ে চাষিদের মাঝে হতাশা বিরাজ করছে। কৃষকদের আশা ছিল, উচ্চ ফলন হবে, কিন্তু উকুন পোকা, তীব্র খরা এবং অস্বাভাবিক আবহাওয়ার কারণে বাগানের বেশিরভাগ মুকুল নষ্ট হয়ে গেছে। ফলে, অনেক বাগানে গত বছরের তুলনায় আমের পরিমাণ অতি সামান্য।
পোরশা, সাপাহার, পত্নীতলা, এবং নিয়ামতপুর উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ৩০ হাজার ৫০০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে, যার লক্ষ্য উৎপাদন ছিল ৪ লাখ ৫০ হাজার টন, তবে বর্তমান পরিস্থিতি খুবই সংকটজনক।
কৃষকরা জানান, তীব্র তাপদাহের কারণে মুকুল ঝরে গেছে এবং উকুন পোকা নিয়ন্ত্রণে কোনো উপায় কার্যকর হয়নি। পোরশার চাষি মতিউর রহমান জানান, এই বছর তীব্র দুঃশ্চিন্তা রয়েছে কারণ খরচের পরিমাণ গত বছরের মতোই থাকলেও আমের পরিমাণ অনেক কম।
নওগাঁ কৃষি বিভাগের কর্মকর্তা আবুল কালাম আজাদ জানিয়ে বলেন, এ বছর মার্চ মাসে তাপমাত্রা কিছুটা কম ছিল, কিন্তু মুকুলের সংখ্যা বেশি হওয়ায় ফলন ব্যাহত হতে পারে। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে যাতে তারা তাদের বাগান রক্ষা করতে পারেন।