প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষা থেকে বঞ্চিত ১০ শিক্ষার্থী
টুইট ডেস্ক: কিশোরগঞ্জের কয়ারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমের গাফিলতির কারণে ১০ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারছেন না। এ ঘটনায় স্থানীয় প্রশাসনে অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কয়ারখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জেসমিন আক্তারের মা, মোছা. আসমা (৪৫), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানানো হয়েছে, কয়ারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম, সহকারী শিক্ষক মাজাহারুল, মুজাম্মেল এবং সাকাওয়াতের গাফিলতির কারণে ১০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আসেনি। অভিযোগকারীদের দাবি, কয়েকদিন আগে শিক্ষার্থীদের অভিভাবকরা প্রধান শিক্ষকের কাছে প্রবেশপত্রের ব্যাপারে জানতে চাইলে তিনি আশ্বস্ত করেছিলেন। তবে ১০ শিক্ষার্থীর কাছ থেকে ৩,৫০০ টাকা থেকে ৭,০০০ টাকা পর্যন্ত ফি নেওয়া সত্ত্বেও প্রবেশপত্র না আসার কারণে হতাশাগ্রস্ত শিক্ষার্থী ও তাদের পরিবার।
এ বিষয়ে জেসমিন আক্তার গত মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে কয়ারখালী বিদ্যালয়ে যান, তবে তাকে জানানো হয় যে, প্রবেশপত্র নেই। বিষয়টি জানার পর অভিভাবকরা স্কুলে গিয়ে প্রধান শিক্ষক শামীম ও অন্যান্য শিক্ষকদের কাছে প্রবেশপত্র দাবি করলে তারা গালিগালাজ করেন এবং বিষয়টি নিয়ে বেশি কথা বললে হয়রানি করার হুমকি দেন। এ ঘটনায় শিক্ষার্থী ও তাদের পরিবার গভীরভাবে মনোকষ্টে পড়েছেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক শামীম বলেন, “এ বছর এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন একটি অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে করার ব্যবস্থা করেছিলাম। কিন্তু ওই প্রতিষ্ঠানের প্রধান জানালেন যে, পরীক্ষার্থীরা একাধিক বিষয়ে অকৃতকার্য হওয়ায় তাদের রেজিস্ট্রেশন করা সম্ভব হয়নি। আমি চেষ্টা করেও বাকি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে পারিনি।”
কিশোরগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা জানান, “আজ পরীক্ষার প্রথম দিন, আর কিছু করা সম্ভব হচ্ছে না। স্কুলটির সরকারি রেজিস্ট্রেশন নেই, তাই এই বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”