ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স
টুইট ডেস্ক: ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে এগোচ্ছে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
গত বুধবার (৯ এপ্রিল) ফ্রান্সের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘ফ্রান্স-৫’-এ দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ম্যাক্রো বলেন, “আমাদের অবশ্যই ফিলিস্তিনকে স্বীকৃতির দিকে এগোতে হবে, এবং আমরা তা অদূর ভবিষ্যতেই করব। আমাদের লক্ষ্য, জুনে সৌদি আরবে অনুষ্ঠেয় জাতিসংঘের সম্মেলনে নেতৃত্ব দেওয়া-যেখানে বিভিন্ন পক্ষ মিলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে পারবে।”
এই সম্মেলনে ফ্রান্স কো-চেয়ার হিসেবে অংশ নেবে বলে জানানো হয়েছে।
ম্যাক্রো আরও বলেন, “আমি এই সিদ্ধান্তে পৌঁছাতে চাই, কারণ আমি মনে করি, এটাই সময়ের দাবি। আমি এমন একটি যৌথ প্রয়াসের অংশ হতে চাই, যেখানে যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবেন, তারা একই সঙ্গে ইসরায়েলকেও স্বীকৃতি দেবেন-যা অনেকেই এখনও করেন না।”
ফ্রান্সের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আঘাবেকিয়ান শাহিন বার্তাসংস্থা এএফপিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন, “ফ্রান্সের স্বীকৃতি ফিলিস্তিনের জনগণের অধিকার রক্ষা এবং দ্বিরাষ্ট্র সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।”
দীর্ঘদিন ধরেই ফ্রান্স ইসরায়েল ও ফিলিস্তিন-দুই রাষ্ট্র সমাধানের পক্ষে অবস্থান জানিয়ে আসছে। তবে এবারই প্রথম তারা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার দিকে এগোচ্ছে, যা দেশটির পররাষ্ট্রনীতিতে এক বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে, ফ্রান্সের এই সম্ভাব্য সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে পারে ইসরায়েল। তাদের দাবি, এই মুহূর্তে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে “অপরিপক্ব” একটি সিদ্ধান্ত।