বাংলাদেশের আইডিয়াতেই লুকিয়ে বিশ্ব বদলের ছক- প্রধান উপদেষ্টা
টুইট ডেস্ক: বিশ্ব বদলের সম্ভাবনা ধারণ করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ- এমনটাই বললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,“বাংলাদেশের কাছে এমন কিছু অসাধারণ আইডিয়া আছে, যা শুধু এই দেশ নয়, সারা দুনিয়াকেই বদলে দিতে পারে।
তিনি বলেন, ক্ষুদ্রঋণের যাত্রা একসময় শুরু হয়েছিল বাংলাদেশের এক ছোট্ট গ্রাম থেকে, যা এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এবং যুক্তরাষ্ট্রেও এটি আজ অন্যতম বড় একটি ব্যবসায় রূপ নিয়েছে।
বাংলাদেশে ব্যবসার সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন,“এখানে যে ব্যবসার সুযোগ রয়েছে, তা শুধু দেশের জন্য নয়, গোটা দুনিয়ার জন্যও দরজা খুলে দিতে পারে।
আবেগে আপ্লুত হয়ে পড়েন ৭১-এর কথা বলতে গিয়ে বক্তব্যের একপর্যায়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধান উপদেষ্টা। কিছুক্ষণ চুপ থেকে চোখের পানি আটকে আবার নিজের বক্তব্যে ফিরে আসেন।
ব্যবসাই হতে পারে দুনিয়া বদলের প্রধান শক্তি-
ড. ইউনূস বলেন, “এই বিশ্বকে বদলাতে চাইলে সবচেয়ে কার্যকর মাধ্যম হলো ব্যবসা। তবে সেটা হতে হবে সামাজিক দায়বদ্ধতায় ভরপুর। একসাথে উপার্জনের মাধ্যমে মানুষের ভাগ্য বদল করা এই অনুভবই স্বর্গীয়।
তিনি আরও বলেন, “তরুণরাই এই পরিবর্তনের পথপ্রদর্শক। তারা সরকারের অপেক্ষা না করে নিজেরাই হাতে তুলে নেবে দুনিয়া বদলের ভার।”
কার্বন নিঃসরণ ও বর্তমান আত্মবিনাশী সভ্যতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা চাইলে কার্বনমুক্ত নতুন এক সভ্যতা গড়ে তুলতে পারি। এখনই সময় সেই যাত্রা শুরু করার।”
সামাজিক ব্যবসায় বাংলাদেশই হতে পারে পথপ্রদর্শক দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “সামাজিক ব্যবসার আদর্শ ক্ষেত্র হতে পারে বাংলাদেশ। এই মডেলের মাধ্যমেই সম্ভব দারিদ্র্য বিমোচন।”
উল্লেখ্য, বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) আয়োজনে চার দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে গত ৭ এপ্রিল। তবে আনুষ্ঠানিক উদ্বোধন হয় ৯ এপ্রিল, প্রধান উপদেষ্টার উপস্থিতিতে।