দুই মোটরসাইকেলে সং(ঘর্ষে)র পর ট্রাক চাপা, নি’হত বেড়ে ৩
টুইট ডেস্ক: ঝিনাইদহের মহেশপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ-জীবননগর সড়কের কৃষ্ণচন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কৃষ্ণচন্দ্রপুর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর দ্রুতগামী একটি ট্রাক তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুই যুবক প্রাণ হারান। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
নিহতদের মধ্যে ঘটনাস্থলে মারা যান কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মুংলা রায়ের ছেলে বিধান কুমার রায় (১৭) এবং বাদল রায়ের ছেলে রাজারাম বাবু। পরবর্তীতে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সামাউল ইসলাম (১৯), যিনি আলামপুর গ্রামের বাসিন্দা এবং হামিদুল ইসলামের ছেলে।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন-কৃষ্ণচন্দ্রপুর গ্রামের সাজু (২৩), কুলবাগান গ্রামের হোসাইন (১৯), এবং সিয়াম (১৮)। আহতদের প্রাথমিকভাবে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয় ইউপি সদস্য রেজাউল ইসলাম মন্টু জানান, “দুর্ঘটনায় সামাউলের মৃত্যুর খবর গভীর রাতে পেয়েছি। আরও একজন গুরুতর অবস্থায় আছেন।”
এদিকে ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ মো. গোলাম হায়দার বলেন, এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং দাফন-কাফনের প্রস্তুতি চলছে।