ঈদযাত্রায় সড়ক দু(র্ঘটনা): ৩২২ জন নিহ’ত, ৮২৬ জন আহত

টুইট ডেস্ক: সদ্য শেষ হওয়া ঈদুল ফিতরের ছুটিতে সড়কে ঘটে ৩১৫টি দুর্ঘটনা, যেখানে ৩২২ জন প্রাণ হারিয়েছেন এবং ৮২৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এই দুর্ঘটনাগুলির মধ্যে মোটরসাইকেল, বাস, ব্যাটারিচালিত রিকশা, এবং অন্যান্য যানবাহন বেশি জড়িত ছিল। এছাড়া, রেলপথ ও নৌপথে আরও দুর্ঘটনা ঘটেছে, যার ফলে ৩৫২ জন নিহত এবং ৮৩৫ জন আহত হয়েছেন।

এ বিষয়ে বুধবার ঢাকায় সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, ঈদযাত্রার সময় দুর্ঘটনা, অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী হয়রানির বিষয়টি দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক ছিল, কারণ ধাপে ধাপে বাড়ি ফেরার কারণে দুর্ঘটনা কিছুটা কমেছে।

তবে, দুর্ঘটনার মূল কারণ হিসেবে সড়কের অবস্থা, যানবাহনের অদক্ষতা, এবং অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অনিয়মকে দায়ী করা হয়েছে। বিশেষ করে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশা সড়ক দুর্ঘটনার বড় কারণ। এছাড়া, সড়কের যথাযথ রোড সাইন, সড়কবাতি, এবং নিরাপত্তা ব্যবস্থা না থাকাও দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

দুর্ঘটনা প্রতিরোধে সমিতি সুপারিশ করেছে, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন বন্ধ করা, সড়কে আলোকসজ্জার ব্যবস্থা করা, এবং দক্ষ চালক তৈরির উদ্যোগ গ্রহণের। পাশাপাশি, সড়ক পরিবহন আইন যথাযথভাবে প্রয়োগ ও উন্নতমানের সড়ক নির্মাণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে, ঈদ যাত্রায় ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে।