বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ কোরিয়ান প্রতিনিধিদলের

ইউনূসের প্রস্তাব ও মার্কিন প্রশাসনের চিঠির প্রশংসা

টুইট ডেস্ক: বাংলাদেশ সফরে আসা একটি উচ্চপর্যায়ের কোরিয়ান প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান উপদেষ্টার পাঠানো সাম্প্রতিক চিঠির প্রশংসা করা হয়।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “চিঠিটি অত্যন্ত সুচিন্তিত ছিল,” এবং নতুন মার্কিন প্রশাসনের নীতির কারণে উদ্ভূত উদ্বেগ কমাতে তা সহায়ক ভূমিকা রেখেছে। তিনি গার্মেন্টস ব্যবসায়ীদের আতঙ্কিত না হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন।

বৈঠকে বাংলাদেশের সাপ্লাই চেইন কাঠামোকে অনন্য বলে উল্লেখ করেন কোরিয়ান ফ্যাশন ও রিটেইল খাতের প্রতিনিধিরা এবং তারা বাংলাদেশ থেকে পোশাক আমদানিতে আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া, বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাতের দ্রুত বিকাশ সম্পর্কে আলোচনা হয় এবং এতে দেশের সম্ভাবনা তুলে ধরা হয় যে, বাংলাদেশ শিগগিরই বিশ্বের শীর্ষ ওষুধ রপ্তানিকারক দেশগুলোর একটিতে পরিণত হতে পারে।

এক কোরিয়ান বিনিয়োগকারী বাংলাদেশে একটি এপিআই (অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট) কারখানা স্থাপনের আগ্রহ জানান।

স্বাস্থ্য খাতে কোরিয়ার অংশগ্রহণ বাড়াতে অধ্যাপক ইউনূস চট্টগ্রামে একটি আধুনিক হাসপাতাল স্থাপনের প্রস্তাব দেন, যা বাস্তবায়নে প্রতিনিধিদলের একজন শীর্ষ সার্জনের সঙ্গে আলোচনা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।