জবিতে কোটাভিত্তিক ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
টুইট ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে কোটাভিত্তিক ভর্তি আবেদনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টা থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া, যা চলবে ১৭ এপ্রিল ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জবির ‘এ, বি, সি, ডি ও ই’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা নির্ধারিত কোটার আওতায় আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে শিক্ষার্থীদের www.admission.jnu.ac.bd ওয়েবসাইটে লগইন করে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
ভর্তির জন্য প্রযোজ্য ছয়টি কোটা হলো-মুক্তিযোদ্ধা কোটা (FFQ) – শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য। এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা (SEQ), হরিজন ও দলিত কোটা (HDQ), প্রতিবন্ধী কোটা (PDQ), খেলোয়াড় কোটা (BKSP), পোষ্য কোটা (WQ)।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।